সাভারের আশুলিয়ার জিরাব এলাকায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তাঁদের স্বজনেরা। গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে তোলা ছবি l প্রথম আলো
ঢাকার আশুলিয়ায় গ্যাস লাইটার প্রস্তুতকারক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ব্যক্তিদের মধ্যে এক শিশু মারা গেছে।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, মারা যাওয়া শিশুর নাম আঁখি (১৪)। বাবার নাম আশরাফুল আলম। বাড়ি রংপুর।
আঁখির শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। বার্ন ইউনিট সূত্র এই তথ্য জানায়।
গতকাল বিকেলে আশুলিয়ার কালার ম্যাচ বিডি লিমিটেডে আগুন লাগে। আগুনে ২৬ জন নারী ও শিশু শ্রমিক দগ্ধ হয়।
দগ্ধ নারী ও শিশুদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Comments
Post a Comment
Thanks for you comment