বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণ পূর্নবহালের দাবিতে অবরোধ

বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬, ০৭:৫৫:২০
বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণ পূর্নবহালের দাবিতে অবরোধ
রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি জেলার রাজস্থলীর বাঙ্গালহালিয়া কলেজটি জাতীয় করনের আদেশ পূর্নবহাল রাখার দাবিতে আজ বাঙ্গালহালিয়ায় সকাল সন্ধ্যা অবরোধের ডাক দিয়েছে বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণ আন্দোলন কমিটি।
বুধবার (২৩ নভেম্বর) রাঙ্গামাটির বাঙ্গালহালিয়া বাজারে বিশাল এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দরা এই ঘোষণা দেন। এই অবরোধের ফলে রাঙ্গামাটি-বান্দরবান, রাঙ্গামাটি-রাজস্থলী, রাজস্থলী-চট্টগ্রাম সহ বেশ কয়েকটি আন্ত সড়কের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
বাঙ্গালহালিয়া কলেজ জাতীয় করণের আদেশ পুনর্বহাল দাবী আন্দোলন কমিটির উদ্যোগে উদ্যোগে আয়োজিত মানববন্ধনে দলমত নির্বিশেষে পাহাড়ী বাঙ্গালী সকল সম্প্রদায়ের কয়েক হাজার ছাত্র-ছাত্রী ও জনগন অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ৩নং বাঙ্গালহালীয়া ইউপি চেয়ারম্যান, বাঙ্গালহালিয়া কলেজ জাতীয়করণ পুনঃ বহালের দাবী আদায় কমিটির আহবায়ক ঞোমং মারমা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পুলক বড়–য়া, পুলক চৌধুরী, বিশ্বনাথ চৌধুরী, কামাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়সাউ মারমা, সুইসাপ্রু মারমা, নয়ন চৌধুরী, আদোমং মারমা, মোঃ রফিক হাওলাদার, শামিম আহম্মদ রুবেল, রেজাউল আলম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম, মউচিং মারমা, হেডম্যান প্রতিনিধি মংচিং মারমা, পিপল মারমা, উষাথোয়াই মারমা, ডালিম বড়–য়া, আব্দুল কাদের হাওলাদার, শফিকুল ইসলাম শফিক, মোঃ শফিকুল ইসলাম মিঠু, প্রমূখ। মানববন্ধনে বাঙ্গালহালীয়া ইউনিয়নের প্রায় ৩ হাজারেরও অধীক ছাত্র-ছাত্রী, হেডম্যান-কারবারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শুশিল সমাজের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে কলেজ জাতীয়করণ আদায় কমিটি রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাঙ্গালহালীয়া কলেজটি আওয়ামীলীগেরই অবদান। আওয়ামীলীগ সরকার আমলেই কলেজটি স্থাপিত হয়েছে। কলেজটি প্রতিষ্ঠা করেন সাবেক পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় কমিটির সদস্য দিপংকর তালুকদার ও বর্তমান পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি সহ স্থানীয় বিশিষ্ট জনরা। শুধু তাই নয়, ১৯৯৬ সনে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান সফরশেষে ফেরার পথে বাঙ্গালহালীয়া বাজারে এক পথসভায় যোগ দিলে, বক্তারা রাজস্থলী উপজেলা বাসীর পক্ষ থেকে কলেজটি জাতীয়করনের দাবি জানান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পথসভায় হাজার জনগণের সম্মূখে ওয়াদা দিয়েছিলেন আওয়ামীলীগ সরকার গঠন করতে পারলে অবশ্যই বাঙ্গালহালীয়া কলেজটি জাতীয় করন করা হবে। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের গুরুত্ব অপরিসীম। সারাদেশের ১৯৯টি কলেজ জাতীয়করনের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া কথা অনুযায়ী রাজস্থলী উপজেলার বাঙ্গালহালীয়া কলেজের নামটিও অন্তর্ভূক্ত হয়েছিল।
গত ২৮ জুন ২০১৬ ইং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মারক নং- ০৩,০০১,০০০,০০,০০,০১,২০১৬-৩২। গত ৩০ জুন শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৭,০০,০০০০,০৭০,০২,০৪৪,২০১৬-৭২৩, মাউশি অধিঃ স্মারক নং- ৭এ/০৯/সি-২/২০১৩/৫৬৩৯(ক)/৫। তারই প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধীদপ্তর চট্রগ্রাম অঞ্চল পরিচালক প্রফেসর ড, সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, উপ-পরিচালক ড, গাজী গোলাম মাওলা, সহকারী পরিচালক মোহাম্মদ মোসারফ হোসেন সরজমিনে পরিদর্শন পূর্বক বাঙ্গালহালীয়া কলেজটির স্বপক্ষে অর্থমন্ত্রণালয়ে প্রতিবেদনও দাখিল করিয়াছেন। এছাড়াও কলেজটি জাতীয়করনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, ২৯৯ নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য উষাতন তালুকদার এমপি ও মহিলা সংসদ সদস্যা মোছাম্মৎ ফিরোজা বেগম চিনু এমপি মহোদয়গণও কলেজটির পক্ষে সুপারিশ আকারে ডিও লেটার দিয়েছেন।
mongsai79@gmail.com

Comments