আপডেট: ২২:৫২, নভেম্বর ২৫, ২০১৬
চারদিক থেকে শুধু সমালোচনার তীরই ধেয়ে আসে তার দিকে। শুভাগত হোমও ব্যাটে-বলে এমন কিছু করে এর মোক্ষম জবাবও যে দিয়েছেন তাও নয়। তবে আজ বিপিএলে ম্যাচ সেরা হলেন। ১৬ রানে ২ উইকেট হারিয়ে ফেলা দলকে জেতালেন ৪০ রানের পরিস্থিতির দাবি মেটানো এক ইনিংস খেলে। ৩৪ বলে ৫টি চার ও এক ছক্কার ইনিংসটা হয়তো আহামরি নয়। কিন্তু ১২০ রান তাড়া করার জন্য আহামরি কিছু করার প্রয়োজনও আসলে পড়ে না।
খুলনা টাইটানসকেও খুব একটা বেগ পেতে হয়নি সহজ লক্ষ্যটা পেরোতে। বরিশাল বুলসকে ৬ উইকেটে হারিয়ে আবারও পয়েন্ট তালিকায় ওপরে উঠে এসেছে খুলনা।
সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৬ রানে ফিরে যান খুলনার দুই ওপেনার। তাইজুল ইসলামের প্রায় গড়িয়ে আসা বলে বোল্ড হয়েছেন হাসানুজ্জামান আর তাইবুর রহমান ফিরেছেন রানআউটে কাটা পড়ে। বিপিএলের শুরু থেকেই ফর্মহীনতায় ভুগছিলেন শুভাগত। নিজেদের সর্বশেষ ম্যাচে তো একাদশের বাইরেই চলে গেলেন। তবে নায়ক হয়েই দলে ফিরলেন শুভাগত। ম্যাচ সেরা পুরস্কার উঠেছে তাঁর হাতে। মাহমুদউল্লাহ ৩৬ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফিরেছেন। খুলনার সহজ জয়ে বড় অবদান শুভাগত-মাহমুদউল্লাহর চতুর্থ উইকেটে তোলা ৪৭ বলে ৫৭ রান।
Comments
Post a Comment
Thanks for you comment