রাঙামাটি প্রতিনিধি:
উপজাতি সন্ত্রাসীদের অতর্কিত হামলায় রাঙামাটিতে ৯ জন পর্যটক আহত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টার দিকে বালুখালী বনভোজন স্পটে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রতন, মোবারক হোসেন, শাহীন আলম, আব্দুল হালিম, আবুল কাসেম, কুদ্দুস, হযরত এবং নাজিম। এদের মধ্যে আব্দুল হালিম গুরুতর আহত হয়েছেন। তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর বাকী ৮ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে বলে জানা যায় হাসপাতাল সূত্রে।
আহত মোবারক হোসেন জানান, আমরা ২৫ জন রাঙামাটির পাবলিক হেলথ্ এলাকা থেকে সকাল নয়টার দিকে বনভোজনের উদ্দেশ্যে রওনা হই। শুবলং ঝর্ণা দেখার পর আমরা দুপুরের খাবারের জন্য বালুখালীতে ৩ টার দিকে বোট ভিড় করি এমন সময় ২০-৩০ জন পাহাড়ি সন্ত্রাসী আমাদের ইট, পাথর ছুঁড়ে মারে এবং আমাদের একজনকে পিটিয়ে পানিতে ফেলে দেয় এতে গুরুতর আহত হয়েছে। তিনি আরও জানান, আমাদের টাকা-পয়সা,মোবাইল কেড়ে নিয়েছে উপজাতি সন্ত্রাসীরা।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ জানান, এ ব্যাপারের আমরা খবর পেয়েছি এবং তথ্যের জন্য সঙ্গে পুলিশ ফোর্স পাঠায় রাঙামাটি সদর হাসপাতালে। তবে এখনো পর্যন্ত কোন মামলা করা হয়নি বলে তিনি জানান।
Comments
Post a Comment
Thanks for you comment