- Get link
- X
- Other Apps
Published:
গত আসরটা খুব বাজে কেটেছিল চিটাগং ভাইকিংসের। পুরো আসরে মাত্র দুটি জয় নিয়ে তলানিতে ছিল তামিম ইকবালের দল। এবার জয় দিয়ে শুরু করলেও টানা চার ম্যাচ হেরে যায় তারা। উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হক জানিয়েছেন, গতবারের পুনরাবৃত্তির শঙ্কা পেয়ে বসেছিল তাদের।
চট্টগ্রামে এসে প্রথম ম্যাচও হেরেছিল চিটাগং। এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। শেষ তিন ম্যাচেই জিতে তারা। বরিশাল বুলসের বিপক্ষে ৭৮ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে এনামুল জানান, এই তিন জয়ে প্রাণ ফিরে পেয়েছেন তারা।
“আগেরবারের খারাপ ফল অবশ্যই মাথায় এসেছে। মনে হচ্ছিল, খুব খারাপ যাচ্ছে। চার ম্যাচ হারার পর আমাদের হতাশা বাড়ছিল। কিন্তু ব্যাটসম্যানরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।”
“সত্যি কথা, জান ফিরে এসেছে। ম্যাচ জিতলে ছোটো দলও চাঙা হয়ে যায়। ম্যাচ হারলে বড় দলও বিড়ালের মতো হয়ে যায়। টানা তিনটা জিতলাম, এখন চাঙা আছি।”
৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে চিটাগং। সমান পয়েন্ট হলেও ঢাকা ডায়নামাইটসের চেয়ে রান রেটে পিছিয়ে তামিমের দল।
সহজ জয়ের পর সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক তামিম।
“ছেলেরা দারুণ করেছে। ডোয়াইন স্মিথ ও শোয়েব মালিক খুব ভালো খেলেছে। শোয়েব এই ম্যাচে আগের ম্যাচের চেয়েও ভালো করেছে। ছেলোরা বোলিংও খুব ভালো করেছে। তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, মোহাম্মদ নবি সত্যিই অসাধারণ বোলিং করেছে।”
very good news
ReplyDelete