আপডেট: ০১:৫১, নভেম্বর ২৭, ২০১৬
জয়ের পর দলের সবাইকে নিয়ে মাঝ উইকেটের পাশে ছোট্ট একটা সভা করে নিলেন ড্যারেন স্যামি। হয়তো সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন তাঁর দুর্দান্ত ইনিংসটা বৃথা না যাওয়ায়। যে ব্যাটিং করেছেন, অধিনায়কের জন্যই জেতা দরকার ছিল রাজশাহী কিংসের। তারা তা পেরেছেও। খুলনা টাইটানসকে ৯ রানে হারিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে রাজশাহী।
রংপুর রাইডার্সের বিপক্ষে ১৮ বলে অপরাজিত ৪৪ রান করে ম্যাচ জিতিয়েছিলেন দলকে। কাল খুলনার সঙ্গে স্যামির তাণ্ডবের মাত্রাটা হলো আরও বেশি। ৩৪ বলে ৭১ রান। চার ৪টি আর ছক্কা ৫টি। বেশির ভাগ ছক্কা বেষ্টনী পেরিয়ে গিয়ে পড়েছে গ্যালারিতে। পাওয়ার প্লেতে ৪০ রান তোলা রাজশাহী শেষ ৪ ওভারে তুলেছে ৫৮। এর মধ্যে স্যামিরই ৫৩।
ফরহাদ রেজার সঙ্গে সপ্তম উইকেটে ১৫ বলে ২৮ ও আবুল হাসানের সঙ্গে অষ্টম উইকেটে ১৫ বলে ৩৮ রান যোগ করেছেন স্যামি। স্যামি-ঝড়ে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছেন শফিউল ইসলাম। খুলনার এই পেসারের ১২ বলে রাজশাহী অধিনায়ক তুলেছেন ৩৮ রান। পাঁচ ছক্কার চারটিই শফিউলের বলে।
জয়ের পর দলের সবাইকে নিয়ে মাঝ উইকেটের পাশে ছোট্ট একটা সভা করে নিলেন ড্যারেন স্যামি। হয়তো সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন তাঁর দুর্দান্ত ইনিংসটা বৃথা না যাওয়ায়। যে ব্যাটিং করেছেন, অধিনায়কের জন্যই জেতা দরকার ছিল রাজশাহী কিংসের। তারা তা পেরেছেও। খুলনা টাইটানসকে ৯ রানে হারিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে রাজশাহী।
রংপুর রাইডার্সের বিপক্ষে ১৮ বলে অপরাজিত ৪৪ রান করে ম্যাচ জিতিয়েছিলেন দলকে। কাল খুলনার সঙ্গে স্যামির তাণ্ডবের মাত্রাটা হলো আরও বেশি। ৩৪ বলে ৭১ রান। চার ৪টি আর ছক্কা ৫টি। বেশির ভাগ ছক্কা বেষ্টনী পেরিয়ে গিয়ে পড়েছে গ্যালারিতে। পাওয়ার প্লেতে ৪০ রান তোলা রাজশাহী শেষ ৪ ওভারে তুলেছে ৫৮। এর মধ্যে স্যামিরই ৫৩।
ফরহাদ রেজার সঙ্গে সপ্তম উইকেটে ১৫ বলে ২৮ ও আবুল হাসানের সঙ্গে অষ্টম উইকেটে ১৫ বলে ৩৮ রান যোগ করেছেন স্যামি। স্যামি-ঝড়ে সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছেন শফিউল ইসলাম। খুলনার এই পেসারের ১২ বলে রাজশাহী অধিনায়ক তুলেছেন ৩৮ রান। পাঁচ ছক্কার চারটিই শফিউলের বলে।
good news
ReplyDelete