নির্বাচন ঘিরে অভিযোগ, বিচারবিভাগীয় তদন্তের দাবি


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন ঘিরে যে সব অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। 
  
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ দাবি জানান। 
  
তিনি বলেন, 'নাসিক নির্বাচনে বিএনপি প্রার্থী কারচুপির যে সব অভিযোগ তুলেছেন সেগুলো খতিয়ে দেখা উচিৎ। আর এ জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন।' 
  
এর আগে বৃহস্পতিবার নাসিক নির্বাচন শেষে বাহ্যিকভাবে নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা বলেন রিজভী। নিজেদের প্রার্থীকে জেতানোর জন্য ক্ষমতাসীনরা সুক্ষ্ম কারচুপি করতে পারে বলেও আশংকা প্রকাশ করেছিলেন তিনি। 
  
নাসিক নির্বাচনে আইভী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে প্রায় সাড়ে ৭৯ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। 
  
মোট ১৭৪টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১,৭৫,৬১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬,০৪৪ ভোট। 

Comments