- Get link
- X
- Other Apps
Published:
ঘন কুয়াশার মধ্যে বঙ্গোপসারের বিভিন্ন স্থানে পণ্যবোঝাই চারটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এছাড়া কয়েকটি জাহাজের দুর্ঘটনায় পড়ার খবর পাওয়া গেছে।
বুধবার সকালে বিভিন্ন সময়ে এসব জাহাজ ডুবে যায় বলে লাইটারেজ জাহাজ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ‘ওয়াটার ট্রান্সপোর্ট সেলের’ নির্বাহী পরিচালক মাহবুব রশিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বহির্নোঙরের ১৮ নম্বর বয়ার বিপরীতে শাহ সিমেন্টের ১০৫০ টন ক্লিংকার নিয়ে ডুবে গেছে ‘এমবি ল্যাবস-১’ নামের একটি জাহাজ।
“ভুট্টা নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে সন্দ্বীপের ভাসানচর এলাকায় ‘গ্লোরি অব শ্রীনগর-৪’ ও ঘসিয়াচর এলাকায় এক হাজার ৯০০ টন চিনিবহনকারী ‘এমভি দারিন্দাসাব’ নামের আরও দুটি লাইটারেজ ডুবেছে।”
এছাড়া বিসিআইসির ১ হাজার ৮০০ টন রক ফসফেট বহনকারী ‘এমভি মজনু’ নামের লাইটারেজ জাহাজ বর্হিনোঙরে ডুবে গেছে বলে জানান মাহবুব রশিদ।
ঘন কুয়াশার কারণে ভোর চারটা থেকে সকাল ১০টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।
লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম বলেন, “ঘন কুয়াশার কারণে এ চারটি ছাড়া আরও কয়েকটি জাহাজ দুর্ঘটনায় পড়েছে।
“তবে এসব দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।”
Comments
Post a Comment
Thanks for you comment