বিএনপি স্বাধীনতাবিরোধীদের বিচার চায়, এটা এ বছরের সেরা কৌতুক বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এটা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে তামাশা এবং নির্মম রসিকতা।
আজ বৃহস্পতিবার দুপুরে ‘স্বাধীনতার ৪৫ বছর পূর্তি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে ইডেন কলেজ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপিও স্বাধীনতাবিরোধীদের বিচার চায়—দলটির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মির্জা ফখরুলকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আর কত মিথ্যাচার, নিষ্ঠুর তামাশা, প্রতারণা করবেন? ৫ জানুয়ারি নির্বাচনে না এসে ভুল করেছেন, সেই ভুলের খেসারত এখনো দিচ্ছেন।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, একই বুলেট আপনাকেও বিধবা করেছে। আপনিও আপনার স্বামীকে হারিয়েছেন। যদি আপনার স্বামী বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত না করত, পুনর্বাসন না করত, তাহলে আরেকটা খুনি চক্র জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত বলে আমার মনে হয় না। হত্যা, হত্যাকে ডেকে আনে। রক্ত, রক্তকে ডেকে আনে। খুন, খুনকে ডেকে আনে।’
আজ বৃহস্পতিবার দুপুরে ‘স্বাধীনতার ৪৫ বছর পূর্তি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে ইডেন কলেজ ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপিও স্বাধীনতাবিরোধীদের বিচার চায়—দলটির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মির্জা ফখরুলকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আর কত মিথ্যাচার, নিষ্ঠুর তামাশা, প্রতারণা করবেন? ৫ জানুয়ারি নির্বাচনে না এসে ভুল করেছেন, সেই ভুলের খেসারত এখনো দিচ্ছেন।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, একই বুলেট আপনাকেও বিধবা করেছে। আপনিও আপনার স্বামীকে হারিয়েছেন। যদি আপনার স্বামী বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত না করত, পুনর্বাসন না করত, তাহলে আরেকটা খুনি চক্র জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত বলে আমার মনে হয় না। হত্যা, হত্যাকে ডেকে আনে। রক্ত, রক্তকে ডেকে আনে। খুন, খুনকে ডেকে আনে।’
Comments
Post a Comment
Thanks for you comment