কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে রোহিঙ্গাদের বহনকারী আরও ২টি নৌকা ফেরত পাঠিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা।
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে রোহিঙ্গাদের বহনকারী আরও ২টি নৌকা ফেরত পাঠিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা।
শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত নাফ নদীর ২ পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গাবহনকারী নৌকা ফেরত পাঠানো হয়।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমারে সহিংসতার পর থেকে প্রতিদিনই নাফ নদী দিয়ে ছোট ছোট নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। তারা সীমান্ত পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করছে।
গত নভেম্বর মাসে বাংলাদেশ-মিয়ানমার জলসীমার শূণ্যরেখা থেকে রোহিঙ্গা বোঝাই আড়াইশ’র মতো নৌকা ফেরত পাঠানো হয়। এসব নৌকাতে দুই হাজারেরও বেশি রোহিঙ্গা ছিল বলেও জানা যায়।
Comments
Post a Comment
Thanks for you comment