- Get link
- X
- Other Apps
Published:
লা লিগায় ১৪ রাউন্ড শেষে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। কিন্তু দলটির কোচ জিনেদিন জিদান মনে করেন, লিগের শুরুর দিকের এই ব্যবধান শিরোপা জেতার পথে উল্লেখযোগ্য কিছু না।
সর্বশেষ ক্লাসিকোয় শেষ মুহূর্তের গোলে কাম্প নউ থেকে ১-১ ড্র নিয়ে ফেরে রিয়াল। ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে তারা।
লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে দারুণ সময় যাচ্ছে রিয়ালের; টানা ৩৪ ম্যাচে হারের স্বাদ পায়নি তারা। লিগে ১৪ ম্যাচে জিদানের দলের জয় ১০টি, বাকি চারটি ড্র।
বার্সেলোনার সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান একেবারে কম না হলেও জিদান মাটিতে পা রাখছেন।
“আমি মনে করি না, লা লিগার শিরোপা নির্ধারিত হয়ে গেছে। আমরা খেলছি এবং সাম্প্রতিক ফলগুলো নিয়ে আমি খুশি। কিন্তু আমরা জানি যে, পথটা এখনও অনেক দীর্ঘ।”
“অনেক ম্যাচ খেলার আছে, যেটা আমরা পেতে চাই, সেটার জন্য আমাদের আরও অনেক কিছু অর্জন করতে হবে।”
“৬ পয়েন্টের অগ্রগামিতা উল্লেখ করার মতো কিছু না। এ মুহূর্তে আমরা এগিয়ে আছি, কিন্তু তার মানে এই নয়..আমরা লিগ জিততে যাচ্ছি।”
কদিন পর ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। জিদান জানালেন, জাপান থেকে শিরোপা নিয়ে ফেরার আশাবাদ।
“এই ক্লাব বিশ্ব কাপ আরেকটি শিরোপা, যেটা আমরা জিততে পারি। শনিবার আমাদের লা লিগায় দেপোর্তিভো লা করুনার সঙ্গে ম্যাচ আছে, এরপর আমরা সেখানে (জাপানে) এক সপ্তাহ থাকব এবং শিরোপা জিততে সর্বোচ্চ চেষ্টা করব।”
Comments
Post a Comment
Thanks for you comment