- Get link
- X
- Other Apps
2016-12-23 21:32:22.0 BdST
সমালোচক ও দর্শক দু’দলকেই খুশি করে ‘এম.এস.ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ এবারে জায়গা করে নিলো অস্কার তালিকাতেও। ২০১৬-র সেরা ছবির জন্য অস্কার কমিটির পক্ষ থেকে নির্বাচিত ৩৩৬টি সিনেমার মধ্যে জায়গা করে নিয়েছে নীরজ পান্ডে পরিচালিত এ ছবিটি।
এ বছরের অন্যতম ব্যবসা সফল ছবি ছিলো ভারতীয় ক্রিকেট দলের ওডিআই অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির জীবনী ভিত্তিক এ ছবিটি। বক্স অফিসের পঞ্চম ব্যবসাসফল ছবির স্থান দখল করে নিয়েছে সুশান্ত সিং রাজপুত ও দিশা পাটানি অভিনীত এ ছবিটি।
বুধবার প্রকাশিত এ তালিকায় আরো জায়গা করে নিয়েছে ওমাঙ্গ কুমার পরিচালিত ‘সর্বজিত’ ছবিটি। ঐশ্বরিয়া রাই বচ্চন ও রনদীপ হুডা অভিনীত এ সিনেমাটি বক্স অফিসে খুব একটা আলেড়ন তুলতে না পারলেও জায়গা করে নিয়েছে অস্কারের প্রাথমিক বাছাইয়ে।
অস্কারের জন্য নির্বাচিত হতে গেলে সে সিনেমাটিকে ২০১৬ সালের মধ্যে মুক্তি পেতে হবে এবং কম পক্ষে টানা এক সপ্তাহ সিনেমা হলে চলতে হবে। এছাড়াও ৩৫ মিমি বা ৭০ মিমি ফিল্ম কিংবা উন্নত ডিজিটাল ফরমেটে নির্মিত হতে হবে সে ছবিকে।
অস্কার মনোনয়ন তালিকায় আরও জায়গা করে নিয়েছে জনপ্রিয় হলিউড সিনেমা ‘লা লা ব্যান্ড’, ‘মুনলাইট’, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’, ‘হ্যাকসো রিজ’ এ ছবিগুলো। এছাড়া সুপারহিরো ছবির মধ্যে রয়েছে ‘ডেড পোল’, ‘সুইসাইড স্কোয়াড’ ও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’সহ আরও বেশ কিছু জনপ্রিয় সিনেমা।
Comments
Post a Comment
Thanks for you comment