তিন হাজার বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রাজধানীর শুক্রাবাদ এলাকায় তিন হাজার ক্যান বিয়ারসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ জাহিদুল ইসলাম (২৩) ও মোঃ দুলাল হোসেন ভূঁইয়া (৫০)। এ সময় তাদের কাছ থেকে একটি জিপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্টো উপ-অঞ্চলের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তিনি জানান, দুই মাদক বিক্রেতা রাজধানীর শীর্ষ মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান মুকুল জ্যোতি চাকমা।

Comments