বান্দরবানের লামায় চোলাই মদ উদ্ধার: আটক-১

সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬, ০৮:৩৫:৫২
বান্দরবানের লামায় চোলাই মদ উদ্ধার: আটক-১
বান্দরবানঃ-বান্দরবানের লামা উপজেলাধীন আজিজনগর হেডম্যান পাড়া থেকে চোলাই মদ পাচার কালে গোপন সংবাদের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ। সুত্রে জানা যায়, সোমবার (১২ ডিসেম্বর) সকালে আজিজনগর ক্যাম্প ইনচার্জ মো: লিয়াকত আলী ও তার সঙ্গীয় ফোর্সসহ চুনতি ইউনিয়নের দক্ষিন সাতগড় নোয়া পাড়া  ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো: জাহেদ (২০) পিতা: মো: শাহা আলমকে আজিজনগর হেডম্যান পাড়া থেকে মদ পাচার কালে চাম্বি মফিজ বাজার বিসমিল্লাহ ক্লথ ষ্টোর এর  সামনে থেকে আটক করে।
এসময় মদ পাচারকারীর মো: জাহেদের হাতের স্কুল ব্যাগ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় স্যালাইনের ব্যাগ ভর্তি ২০ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।

Comments