কমলাপুরে মাদকদ্রব্যসহ চারজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে গাঁজা ও দেশি মদসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, রাসেল, আমীর হোসেন, রানা ও রফিকুল ইসলাম।
কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, শুক্রবার সকাল ৭টার দিকে চট্রগ্রাম থেকে কমলাপুরগামী তূর্ণা নিশিতা, মহানগর এক্সপ্রেসে করে মাদক নিয়ে ওই চার মাদক বিক্রেতা কমলাপুরে আসে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ছয় লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দু’টি মামালা করা হয়েছে।

Comments