মাত্র ৩০ হাজার টাকায় চার চাকার গাড়ি! কোথায়, কীভাবে?

বাসে-ট্রামে-ট্রেনে চড়েই হচ্ছে দিন গুজরান। গাড়ি কেনার স্বপ্ন কী স্বপ্ন হয়েই থেকে যাবে? আপনার ভাবনার দিন শেষ। এবার ৩০ হাজার টাকায় পেয়ে যাবেন চার চাকার গাড়ি।
প্রত্যেক মধ্যবিত্তেরই স্বপ্ন থাকে থ্রি বিএইচকে ফ্ল্যাট আর চার চাকার। সংসারের চাপ, সন্তানের পড়াশুনা, নিজের খরচা— সব সামলে অনেক সময়ে অধরাই থেকে যায় সেই সব স্বপ্ন। পার্সোনাল গাড়ি তো দূরের কথা, খরচার কথা ভেবে অনেকে ট্যাক্সি চড়তেও দ্বিধা বোধ করেন।
এ বার হয়তো সেই সমস্যাটা কেটে যাবে। কেননা অল্প কিছু কড়ি খসালেই এ বার মিলে যেতে পারে একটি গাড়ি। কি, বিশ্বাস হচ্ছে না! তা হলে এক বার বাজারটা ঘুরেই নিন। এর থেকে কম দামে গাড়ি আপনি আর পাবেন না। 

Comments