- Get link
- X
- Other Apps
2016-12-19 13:33:37.0 BdST
চট্টগ্রামের আসাদগঞ্জে ব্র্যাক ব্যাংকের একটি শাখায় আগুন লেগে আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা সত্যপ্রিয় বড়ুয়া জানান, রোববার রাত সোয়া ১২টার দিকে ব্র্যাক ব্যাংকের আসাদগঞ্জ শাখায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ননন্দনকানন ও লামার বাজার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ছয়তলা একটি ভবনের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের ওই কার্যালয় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
সত্যপ্রিয় বড়ুয়া বলেন, আগুনে ব্যাংকের বিভিন্ন আসবাবপত্র, কম্পিউটার, বৈদ্যুতিক সরঞ্জাম ও কাগজপত্র পুড়ে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
Comments
Post a Comment
Thanks for you comment