রাজধানীতে ছাত্রী হোস্টেলে শিক্ষার্থীর লাশ

রাজধানীর ভাষানটেকের একটি ছাত্রী হোস্টেল থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ফৌজিয়া নওশীন ওরফে আঁখি (২০) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
ভাষানটেক থানার পুলিশ জানায়, ফৌজিয়া মিরপুরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তিনি ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় প্রজন্ম নামের একটি ছাত্রী হোস্টেলের ১২ তলায় থাকতেন। গতকাল সকাল সাতটার দিকে হোস্টেলের পাশে তার লাশ পড়েছিল। পরে ভাষানটেক থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তার গ্রামের বাড়ি বাগেরহাটে।
 
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে ফৌজিয়া হোস্টেল ভবনের ১৪ তলার থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন। তবে সেখান থেকে তিনি কেন লাফিয়ে পড়েছেন তা জানা যায়নি।

Comments