ইয়াহু গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, ১০০ কোটি ব্যবহারকারীর তথ্য হ্যাক হয়েছে। তাও সেই ২০১৩ সালে। ভয়ের কথা হলো ‘ইনফোআর্মর’ নামের এক মার্কিন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের চিফ ইন্টেলিজেন্স অফিসার এন্ড্রু কোমারভ সম্প্রতি তিন পক্ষের কাছে এই তথ্য বিক্রির জন্য তিন লাখ ডলার দর হাঁকছেন। আর এই ঘটনা ঘটছে ডার্ক ওয়েবে। কে জানে এমন অনেক হ্যাকিং হয়তো হয়, যা সাধারণ মানুষ জানতেই পারে না। কী ভয়ংকর কথা! তথ্যপ্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমরা তো পিছিয়ে থাকতে পারি না।
আর তাই ডিজিটাল সেবা থেকে দূরে না থেকে নিজের তথ্যের সুরক্ষা নিশ্চিত করার দিকে মনোযোগী হওয়া বরং কাজের কথা। এ জন্য মৌলিক যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, তা-ই এখানে দেওয়া হলো।
আর তাই ডিজিটাল সেবা থেকে দূরে না থেকে নিজের তথ্যের সুরক্ষা নিশ্চিত করার দিকে মনোযোগী হওয়া বরং কাজের কথা। এ জন্য মৌলিক যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, তা-ই এখানে দেওয়া হলো।
Comments
Post a Comment
Thanks for you comment