বাজারে আসুস জেনবুক ৩

আসুস জেনবুক ৩আসুস জেনবুক ৩
দেশের বাজারে হালকা-পাতলা ল্যাপটপ বা আলট্রাবুক ‘জেনবুক ৩’ নিয়ে এসেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। অ্যালুমিনিয়াম কাঠামোর এই ল্যাপটপে রয়েছে সাড়ে ১২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ৯১০ গ্রাম ওজনের ল্যাপটপটি ১১ দশমিক ৯ মিলিমিটার পুরু।

ইনটেল কোর আই ৭ প্রসেসরের ল্যাপটপটিতে ৫১২ গিগাবাইটের তৃতীয় প্রজন্মের পিসিআই এক্সপ্রেস এসএসডি, ১৬ জিবি র‍্যাম ও লি-পলিমার ব্যাটারি রয়েছে, যা ৯ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। ফাস্ট চার্জিং টেকনোলজি থাকায় এতে মাত্র ৪৯ মিনিটেই ৬০ শতাংশ পর্যন্ত চার্জ হয়। জেনুইন মাইক্রোসফট উইন্ডোজ ১০ প্রো সফটওয়্যারচালিত ল্যাপটপটির দাম ১ লাখ ৩৯ হাজার টাকা। বিজ্ঞপ্তি।

Comments