সনির নতুন ক্যামেরা

সনি সাইবার-শট এইচএক্স৩৫০
সনি সাইবার-শট এইচএক্স৩৫০
যাঁরা দূরের ছবি বা ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি পছন্দ করেন, তাঁদের জন্য ৫০এক্স অপটিক্যাল জুম ও ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাযুক্ত সাইবার-শট এইচএক্স৩৫০ ক্যামেরা আনল সনি।

ইউরোপের বাজারে এই ক্যামেরার দাম ৪৪৯ ইউরো। আগামী জানুয়ারি মাস থেকে এটি পাওয়া যাবে। ক্যামেরাটি এইচএক্স৩০০ সুপার-জুম কমপ্যাক্ট ক্যামেরার পরবর্তী সংস্করণ।
নতুন ক্যামেরায় রয়েছে ২০ দশমিক ৪ মেগাপিক্সেল এক্সমোর আর সিএমওএস সেন্সর ও বায়োঞ্জ এক্স ইমেজ প্রসেসর। এর আইএসও রেঞ্জ ৮০ থেকে ৩২০০, যা ১২৮০০ পর্যন্ত বাড়ানো যায়। ওয়াইড এন্ডে এর ফোকাল লেন্থ ২৪ মিলিমিটার ও টেলিফটো এন্ডে এর লেন্থ ১২০০ মিলিমিটার। এর অ্যাপারচার f/২.৮-৬.৩। এ ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও ধারণ করাও যায়। এতে আছে ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। তবে এতে কোনো ব্লুটুথ, ওয়াই-ফাই নেই। এতে ইউএসবি ২.০ সমর্থন করে। এতে মাইক্রো-এইচডিএমআই পোর্ট আছে। এতে সনির বিশেষ ইনটেলিজেন্স অ্যাকটিভ মোড ব্যবহার করা হয়েছে বলে ফুল এইচডি ভিডিও শার্প ও ব্লার মুক্ত দেখায়।

Comments