সংগৃহীত
গত জুলাইতে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে চোটে আক্রান্ত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এর জন্য তাকে অস্ত্রোপচারের নিচে নিজেকে সঁপে দিতে হয়েছিল।
এরপর ঢাকায় ফিরে দীর্ঘদিন ধরে পুনর্বাসনে থাকার কারণে ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি।
তবে আনন্দের খবর এও যে, এখন পুরোপুরি সেরে উঠেছেন মুস্তাফিজ। ডাক পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে। নিউজিল্যান্ড সফরে ম্যাচ খেলার সুযোগ পেলে দর্শকরা মাঠে এক নতুন হেয়ারস্টাইলে মুস্তাফিজকে দেখতে পাবে। নতুন এই স্টাইলে, আরো ভালোভাবে সাফল্য পাবেন তিনি, এটাই এখন আশা করছে সবাই।
বর্তমানে মুস্তাফিজ দলের হয়ে অস্ট্রেলিয়ায় আছেন কন্ডিশনিং ক্যাম্পের জন্য। সেখানেই গিয়ে সিরিজের আগে নতুন হেয়ারস্টাইল করেছেন কাটার-মাস্টার। শনিবার নিজের ফেসবুক পেজে নতুন হেয়ারস্টাইলে ছবিটি প্রকাশ করেছেন হালের এই বোলিং বিস্ময়।
Comments
Post a Comment
Thanks for you comment