- Get link
- X
- Other Apps
ঢাকার পূর্ব আশকোনায় জঙ্গি আস্তানায় নিহত কিশোর আফিফ কাদেরীর শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন তার ময়নাতদন্তকারী চিকিৎসক
পুলিশ বলছে, ১৪ বছর বয়সী আফিফ আজিমপুর অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদেরীর যমজ দুই ছেলের একজন।
শনিবার পূর্ব আশকোনায় সূর্য ভিলা নামের এক বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় ওই কিশোরের মৃত্যু হয়। একদিন পর রোববার সন্ধ্যায় লাশ উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়।
সোমবার ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। গুলির কারণেই তার মৃত্যু হয়েছে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই কিশোরের শরীরে কোনো স্প্লিন্টার বা বিস্ফোরণের ক্ষত তিনি দেখেননি।
ডিএনএ পরীক্ষার জন্য ছেলেটির থাই মাসল, চুল ও দাঁত এবং ভিসেরা পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান এই চিকিৎসক।
Comments
Post a Comment
Thanks for you comment