- Get link
- X
- Other Apps
2016-12-21 15:52:15.0 BdST
হামিশ রাদারফোর্ডের শতকের জবাবে তিন অঙ্ক স্পর্শ করলেন মাহেলা জয়াবর্ধনে। দুই জনের তাণ্ডবে হল টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ও ওটাগো ম্যাচে ভেঙেছে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও।
নিউ প্লাইমাউথে বুধবার নিউ জিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে দেখা গেছে রান উৎসব। ওটাগোর ৩ উইকেটে ২৪৯ রানের জবাবে ৪ উইকেটে ২৪৮ রানে থেমেছে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ইনিংস। ম্যাচে ৪০ ওভারে দুই দল মিলে তুলেছে ৪৯৭ রান। পেছনে ফেলেছে গত ২৭ অগাস্ট ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজের ৪৮৯ রানকে।
৯টি চার ও ৮টি ছক্কায় ১০৬ রান করেন রাদারফোর্ড। ১২টি চার ও ৭টি ছক্কায় ১১৬ রান করেও দলের ১ রানের হার এড়াতে পারেননি জয়াবর্ধনে। এ নিয়ে দ্বাদশবার কোনো টি-টোয়েন্টিতে দুটি শতকের দেখা মিলল।
বোলারদের চোখের জল-নাকের জল এক করার ম্যাচে হয়েছে ৩৪টি ছক্কা। ওটাগোর ১৮ ছক্কার জবাবে মাহেলাদের ১৬টি, তাতে হয়েছে ছক্কার নতুন রেকর্ড।
গত জানুয়ারিতেই ৩৩টি ছক্কায় টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছিল ছিল শ্রীলঙ্কার দুই দল কলম্বো ক্রিকেট ক্লাব ও কোল্টস ক্রিকেট ক্লাব।
Comments
Post a Comment
Thanks for you comment