গর্ভাবস্থায় কমে যায় নারীদের বুদ্ধি!

গর্ভাবস্থায় কমে যায় নারীদের বুদ্ধি!
অনলাইন ডেস্ক॥ নারীদের মধ্যে মাতৃত্ব লুকিয়ে থাকে প্রকৃতিগত ভাবেই। আর এটি প্রতিটি নারীর সহজাত একটি গুণ।
তাই কোন নারীকেই বলে দিতে হয় না যে, একজন মায়ের কাজ কী। মা হওয়ার সময় এলে নারীদের মধ্যে নিজ থেকেই বিকশিত হয় সেই গুণ!
সম্প্রতি বার্সেলোনা ইউনিভার্সিটির এক জরিপে এই কথাগুলোর সত্যতা মিলল। সেই সঙ্গে এই জরিপ যে তথ্য দিল তাতে চমকে উঠতেই হচ্ছে। কেননা এই জরিপ বলছে, গর্ভাবস্থায় না কি নারীদের বুদ্ধি এক ধাক্কায় কমে যায় হঠাৎ করেই। তাও একটু-আধটু নয়, বরং অনেকটাই। জেনে নেওয়া যাক, কেন হয় এরকম!
গবেষকরা জানাচ্ছেন, এই সময়টায় নারীদের যাবতীয় চিন্তা-ভাবনা জুড়ে থাকে অনাগত অতিথিটি! ফলে, দিন-রাত তারা ভেবে চলেন মা হওয়ার পরে কী করতে হবে! সেই সঙ্গে সজাগ থাকতে হয় মাতৃত্বকালীন সময়টাতেও, যাতে কোনও অঘটন না ঘটে যায়।
আর সে কারণেই নারীদের মস্তিষ্কের যে অংশে গ্রে ম্যাটার থাকে, অর্থাৎ ঘিলুর যে অংশে লুকিয়ে থাকে বুদ্ধিবৃত্তির উপাদান, তা বেশ কিছুটা কমে যায়। গ্রে ম্যাটার কমে গিয়ে সেই জায়গা দখল করে একরকম বিশেষ হরমোন যা বাৎসল্য জাগিয়ে তোলে।
গবেষকরা রীতিমতো জরিপ চালিয়েই এমন এক কথা বলতে পারছেন। তারা ২৫ জন এমন নারীর ওপরে এই জরিপ চালিয়েছেন যারা প্রথমবার মা হতে চলেছেন। এর পাশাপাশি এরকম আরও ২৫ জন নারীর ওপরেও গবেষণা চালানো হয়েছে যারা গর্ভবতী নন। দুইয়ের তুলনা থেকেই তারপর এই সিদ্ধান্তে পৌঁছিয়েছেন গবেষকরা।
সেই সঙ্গে তারা জানিয়েছেন আরও এক বিস্ফোরক তথ্য। গর্ভাবস্থায় এই যে বুদ্ধি কিছুটা কমে যায়, তা চিরস্থায়ী প্রভাব ফেলে নারীদের মস্তিষ্কে। মোটামুটি বছর দুয়েক পর্যন্ত তার প্রভাব তো থাকেই। এমনকী এর পরেও তার পার্শ্বপ্রতিক্রিয়া চলতে থাকে।

Comments