বায়ু দূষণে নাজেহাল চীন

বায়ু দূষণে নাজেহাল চীন
অনলাইন ডেস্ক॥ শীত বাড়ার সঙ্গে সঙ্গে চীনে বেড়েই চলেছে ধোঁয়া ও কুয়াশা মিশ্রিত ‘স্মগ’র প্রাদুর্ভাব। এতে আক্রান্ত হচ্ছেন নারী, শিশু থেকে শুরু করে অন্য যেকোনো বয়সের ব্যক্তি।
ইতোমধ্যে ঘনবসতির এই দেশটিতে স্মগের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মানুষজন সতর্কতা অনুযায়ী, বাসা থেকে বের হলেই ব্যবহার করছেন মাস্ক। এড়িয়ে চলছেন রাস্তার খাবার।
জানা যায়, অতিরিক্ত দূষণের ফলে বায়ুতে এর প্রভাব পড়েছে। পাশাপাশি এই সময় উত্তর চীনে এখন ঠাণ্ডার সময়। ঠাণ্ডার সময়ের কুয়াশা ও জ্বালানি কয়লার ধোঁয়া একসঙ্গে বায়ুতে মিশ্রণের ফলে দূষণ ছড়াচ্ছে। এতে নাজেহাল হচ্ছেন মানুষ।
দেশটির বেজিং, সানডঙ, তাইনজিনসহ আরও দশটি বড় শহরে কয়লার অতিরিক্ত ব্যবহারে দূষণ ক্রমশ বৃদ্ধির দিকে।

Comments