- Get link
- X
- Other Apps
Published:
রূপকথা বুঝি একেই বলে! এই বিপিএলের খেলোয়াড় তালিকায় তার নাম ছিল না। থাকার কথাও নয়। মাত্র তো খেলছেন অনূর্ধ্ব-১৯ দলে। যুব দলের হয়ে অনুশীলন আর প্রস্তুতি ম্যাচে পারফরম্যান্সেই তাকে দলে নিয়েছিল রাজশাহী কিংস। সেই আফিফ হোসেন প্রথম ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়!
বিপিএলে রাজশাহী কিংসের টিকে থাকার ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন আফিফ। এই প্রথম টি-টোয়েন্টি অভিষেকে ৫ উইকেট নিলেন বাংলাদেশের কোনো বোলার। ৪ ওভারে ২১ রানে আফিফ নিয়েছেন ৫ উইকেট। যার মধ্যে আছে ব্যাটিং দানব ক্রিস গেইলের উইকেটও।
অথচ আফিফ মূলত ব্যাটসম্যান। এই মাসেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। পছন্দ করেন শট খেলতে। সহজাত আক্রমণাত্মক ব্যাটসম্যান। বিকেএসপি ও বয়সভিত্তিক দলের কোচরা তার ব্যাটিংয়ের ধরন ও মানসিকতায় দেখেন তামিম ইকবালের।
সেই ব্যাটসম্যানই অভিষেকে আলো ছড়ালেন বোলিংয়ে। বিস্ময়ের শেষ নয় এখানেই। মাত্র মাস তিনেক আগেও তার বোলিং অ্যাকশন ছিল অবৈধ। অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর সেটি নিয়ে কাজ করে বিসিবির পরীক্ষায় উতরে তবেই বোলিংয়ের অনুমতি পেয়েছেন।
Comments
Post a Comment
Thanks for you comment