শ্বশুড়বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে শ্যালকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে গাছের সাথে বেঁধে রাখে গ্রামবাসী। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার টেপাগাড়ি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে স্থানীয় মসজিদের ইমাম বকুল মিয়া (৫৫) মঙ্গলবার সন্ধ্যায় টেপাগাড়ি গ্রামে শ্বশুর হযরত আলীর বাড়িতে বেড়াতে আসে। গভীর রাতে জামাই বকুল মিয়া শ্বাশুড়ির ঘরের ভিতর দিয়ে দেয়াল টপকিয়ে পাশের ঘরে থাকা প্রবাসী শ্যালকের স্ত্রীর ঘরে প্রবেশ করে। এরপর ঘুমন্ত শ্যালকের স্ত্রীকে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শ্যালকের স্ত্রীর চিৎকারে বাড়ির লোকজন জেগে উঠলে জামাই বকুল মিয়া রাতের অন্ধকারে পালিয়ে যায়।
মূহুর্তের মধ্যে ঘটনাটি গ্রামে জানাজানি হলে গ্রামের লোকজন লাঠিশোটা নিয়ে জামাই বকুল মিয়াকে খুঁজতে থাকে। এদিকে বকুল মিয়া গ্রামেই এক বাড়িতে আশ্রয় নিয়ে লুকিয়ে থাকে। পরে বুধবার দুপুরের দিকে লোকজন তাকে ধরে গনধোলাই দিয়ে একটি গাছের সাথে বেঁধে রাখে। বেলা ৩টার দিকে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বকুল মিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শিবগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আমিনুর রহমান জানান, বকুল মিয়াকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
Post a Comment
Thanks for you comment