জেলটা এফএইচ৬০ মডেলের দীর্ঘস্থায়ী ব্যাটারির ফিচার ফোন বাজারে এনেছে ফোনস্কাই টেলিকমিউনিকেশন। এই ফোনে রয়েছে ২.৮ ইঞ্চি পর্দা, ৩২ মেগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, ৩২ মেগাবাইট র্যা ম, ১৬ গিগাবাইট পর্যন্ত অতিরিক্ত মেমোরি যোগ করার সুবিধা এবং ২৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এ ছাড়া রয়েছে এফএম রেডিও, ভিডিও, কল রেকর্ডার, ব্লুটুথ, টর্চ সুবিধা। সোনালি, কালো ও লাল রঙে পাওয়া যাচ্ছে এই মুঠোফোন।
বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি
Comments
Post a Comment
Thanks for you comment