বিরাটের সাফল্যে চাপে থাকবে ধোনি, মনে করছেন সৌরভ

বিরাটের সাফল্যে চাপে থাকবে ধোনি, মনে করছেন সৌরভ
অনলাইন ডেস্ক ॥ শেষ ১৩টি ম্যাচের ছ’টিতে হার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে এসে কষ্টার্জিত সিরিজ জয়। রাতারাতি তাঁর ফিনিশার অবতারের বিলুপ্তি। এবং সবশেষে দলে কোহালির বিরাট উপস্থিতি। সব মিলিয়ে বেশ চাপে মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর অধিনায়কত্ব নিয়ে এর আগেই প্রশ্ন তুলেছিলেন বেশ কয়েক জন প্রাক্তনী। এ বার ঘুরিয়ে প্রশ্ন তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। টেস্ট অধিনায়ক হিসাবে বিরাটের সাফল্যে ধোনির চাপ বাড়াবে বলে মন্তব্য করলেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজ ধোনির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করে সৌরভ বলন, “আমার মনে হয় নির্বাচকদের এ বার ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে দল নির্বাচন করা উচিত। টেস্টে বিরাটের সাফল্য নিশ্চিত ভাবেই ধোনিকে চাপে রাখবে। বিরাট অবশ্যই একদিন ওয়ান ডে দলের অধিনায়কত্ব করবে। তবে আমার মনে হয় ওকে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। আসন্ন ইংল্যান্ড সিরিজে ধোনির অধিনায়কত্বের বড় পরীক্ষা হতে চলেছে।”

Comments