জনপ্রিয় কার্টুন চরিত্র মীনাকে নিয়ে স্মার্টফোনের জন্য গেম প্রকাশ করেছে ইউনিসেফ। গেমটি গুগল প্লেস্টোরে গত রোববার থেকে পাওয়া যাচ্ছে। আগামী বছর জনপ্রিয় এই কার্টুনের বয়স হবে ২৫ বছর।
মীনা কার্টুনের রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে গেমটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাপক শাকিল ফায়জুল্লাহ। তিনি বলেন, মীনা কার্টুনের যে গল্প, তা এই গেমের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে আরও বেশি ছড়িয়ে দেওয়া যাবে বলে আশা করছে ইউনিসেফ।
দেশীয় অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি লিমিটেড ও রাইজ আপ ল্যাবস এই গেম তৈরি করেছে। এমসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আবির বলেন, মীনা গেমে থাকছে মোট ১২টি পর্ব। এবার প্রথম পর্ব প্রকাশ করা হলো। আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে বাকি ১১টি পর্ব প্রকাশ করা হবে।
আশ্রাফ আবির জানিয়েছেন, মোট ছয় মাসের প্রস্তুতি সেরে তাঁরা এ গেমটি বানিয়েছেন। গেম তৈরির সময় শিশুদেরও যুক্ত করা হয়েছে। মীনাকে গেমটিতে কীভাবে দেখতে চায়, তা শিশুরাই নির্দেশনা দিয়েছে। নামানোর
ঠিকানা: https://goo.gl/KWOHGZ।
মীনা কার্টুনের রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে গেমটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাপক শাকিল ফায়জুল্লাহ। তিনি বলেন, মীনা কার্টুনের যে গল্প, তা এই গেমের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে আরও বেশি ছড়িয়ে দেওয়া যাবে বলে আশা করছে ইউনিসেফ।
দেশীয় অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি লিমিটেড ও রাইজ আপ ল্যাবস এই গেম তৈরি করেছে। এমসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আবির বলেন, মীনা গেমে থাকছে মোট ১২টি পর্ব। এবার প্রথম পর্ব প্রকাশ করা হলো। আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে বাকি ১১টি পর্ব প্রকাশ করা হবে।
আশ্রাফ আবির জানিয়েছেন, মোট ছয় মাসের প্রস্তুতি সেরে তাঁরা এ গেমটি বানিয়েছেন। গেম তৈরির সময় শিশুদেরও যুক্ত করা হয়েছে। মীনাকে গেমটিতে কীভাবে দেখতে চায়, তা শিশুরাই নির্দেশনা দিয়েছে। নামানোর
ঠিকানা: https://goo.gl/KWOHGZ।
Comments
Post a Comment
Thanks for you comment