- Get link
- X
- Other Apps
এএফপির খবরে জানা যায়, দেশটির রাজধানী আম্মান থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে কারাক এলাকায় ওই দুর্গ অবস্থিত। হামলায় প্রাথমিকভাবে কোনো জঙ্গি দলের সংশ্লিষ্টতার খবর পাওয়া যায়নি।
পেত্রা সংবাদ সংস্থার বিবৃতি বলছে, প্রথম হামলাটি হয় গতকাল বিকেলে। কারাকে একটি বাড়িতে আগুনের ঘটনা তদন্ত করতে যায় পুলিশ। পৌঁছানোমাত্র বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে একজন পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা একটি গাড়িতে করে পালিয়ে যায়।
নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, বন্দুকধারীরা এ সময় দুর্গের ভেতর ঢুকে যায়। সেখানে বেশ কয়েকজন আটকা পড়েন। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, দুর্গের ভেতর বন্দুকধারীরা কয়েকজনকে জিম্মি করে।
জর্ডানের নিরাপত্তা বিভাগ বলছে, নিহত ব্যক্তিদের মধ্যে সাতজন পুলিশ সদস্য, কানাডীয় এক নারী পর্যটক ও জর্ডানের দুজন সাধারণ নাগরিক রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। তাঁদের মধ্যে পুলিশ ও সাধারণ মানুষ রয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বলছে, হামলাকারীরা তাঁদের জিম্মি করে রাখে। কয়েক ঘণ্টা ধরে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের গুলিবিনিময় চলে। এতে চার হামলাকারী নিহত হয়।
পুলিশ বলছে, হামলাকারীদের গোপন একটি আস্তানা থেকে অস্ত্র ও আত্মঘাতী বোমা হামলার কোমরবন্ধনী উদ্ধার করা হয়েছে। হামলার জন্য কারা দায়ী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অতীতেও জর্ডানে আইএস জঙ্গিরা হামলা চালিয়েছে।
Comments
Post a Comment
Thanks for you comment