অ্যান্ড্রয়েড ফোনে আসছে সুপার মারিও রান

সুপার মারিও রানসুপার মারিও রান
অ্যান্ড্রয়েড সফটওয়্যারচালিত স্মার্টফোনের জন্য বিনা মূল্যে সুপার মারিও রান গেমটি উন্মুক্ত করতে যাচ্ছে নিনটেনডো। আগামী বছরে এই গেম অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে আসতে পারে। গত বৃহস্পতিবার ১৫০টি দেশে আইওএস প্ল্যাটফর্মের জন্য গেমটি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে গেম নির্মাতা প্রতিষ্ঠানটি।

গেমটি আইফোনে বিনা মূল্যে ডাউনলোড করা যাবে এবং কিছু অংশ খেলা যাবে। কিন্তু পুরো গেমটি খেলতে হলে অর্থ খরচ করে কিনতে হবে। ৯ দশমিক ৯৯ ডলার খরচ করে গেমটির পুরো সংস্করণ পাওয়া যাবে।
সুপার মারিও রান গেমটি আগের মারিও গেমসের মতোই ভার্চ্যুয়াল একটি দুনিয়ায় দৌড়ানো ও কয়েন সংগ্রহ করার খেলা, যেখানে শত্রুকে এড়িয়ে পয়েন্ট বাড়াতে হয়। নিনটেনডো জানিয়েছে, গেমটি খেলার সময় যাতে এটি ব্যবহারবান্ধব হয়, তার চেষ্টা করা হয়েছে। এতে তিনটি মোড আছে। ওয়ার্ল্ড ট্যুর মোডে কয়েন সংগ্রহ ও একটি লক্ষ্যে এগোতে হয়। টোড র‍্যালিতে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়।
কিংডম বিল্ডার মোডে নিজস্ব মাশরুম কিংডম তৈরি করা যায়। এই গেমটির সমস্যা হচ্ছে সব সময় ইন্টারনেট না থাকলে এটি খেলা যায় না। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

Comments