কুমিল্লার চৌদ্দগ্রামে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ শেষে পালানোর সময় মামুন নামের এক বখাটেকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
আটক মামুন উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ ছুপুয়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ধর্ষণের শিকার শিশুর মা ছকিনা বেগমের দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, দক্ষিণ ছুপুয়া গ্রামের বখাটে মো. মামুন(৩৫) বৃহস্পতিবার দুপুরে পাশ্ববর্তী জমিতে ধানের আগাছা (নারা) কাটতে থাকা শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে তার মা ও পাশ্ববর্তী লোকজন এগিয়ে গেলে মামুন পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।
Comments
Post a Comment
Thanks for you comment