- Get link
- X
- Other Apps
Published: 2016-12-18 01:36:03.0 BdST Updated: 2016-12-18 01:37:08.0 BdST
ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বনিম্ন পয়েন্টের বিব্রতকর রেকর্ড স্পর্শের শঙ্কা উড়িয়ে দিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এই তারকা স্ট্রাইকারের দুই অর্ধের দুই গোলে ওয়েস্ট ব্রমউইচ অ্যালিবিওনকে হারিয়েছে জোসে মরিনিয়োর শিষ্যরা।
লিগে টানা তৃতীয় জয় পেতে শনিবার রাতে ওয়েস্ট ব্রমউইচকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইউনাইটেড। ১৭ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে লিগের সফলতম দলটি। এক ম্যাচ কম খেলা টটেনহ্যাম হটস্পার এগিয়ে আছে গোল ব্যবধানে।
১৯৯২-৯৩ ও ২০০১-০২ মৌসুমে প্রথম ১৭ ম্যাচ শেষে ইউনাইটেডের পয়েন্ট ছিল ২৭।
প্রতিপক্ষের মাঠে পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে নেন ইব্রাহিমোভিচ। প্রথম সুযোগটিকেই গোলে পরিণত করেন এই সুইডিশ স্ট্রাইকার। জেসে লিনগার্ডের অসাধারণ ক্রসে গোলরক্ষককে ফাঁকি দেয় তার হেড।
২২তম মিনিটে একটুর জন্য দ্বিগুণ হয়নি ব্যবধান। ইউনাইটেড অধিনায়ক ওয়েইন রুনির শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে বারে লাগলে বেঁচে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে আবার নিজের সামর্থ্য দেখান ইব্রাহিমোভিচ। বক্সের ঠিক বাইরে রুনির কাছ থেকে বল পেয়ে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে সামনে এগিয়ে গিয়ে শট নেন। এক খেলোয়াড়ের পায়ে লেগে জাল খুঁজে নেয় বল। লিগে শেষ ৬ ম্যাচে এটি ইব্রাহিমোভিচের সপ্তম গোল।
দিনের অন্য ম্যাচে স্টোক সিটির সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে লেস্টার সিটি। ২৮তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির ফরোয়ার্ড জেমি ভার্ডি। ১০ জনে পরিণত হওয়া দলটি ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে প্রথমার্ধে। শেষ দিকে দুই গোল শোধ করে কোনোমতে ১ পয়েন্ট পায় তারা। ২১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে স্টোক, ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট পাওয়া লেস্টার ১৫ নম্বরে।
দিয়েগো কস্তার একমাত্র গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে চেলসি। টানা ১১ জয়ে ক্লাব রেকর্ড স্পর্শ করা আন্তোনিও কোন্তের শিষ্যরা ব্যবধান বাড়িয়েছে লিভারপুল (৩৪) ও আর্সেনালের (৩৪) সঙ্গে। দল দুটির চেয়ে এক ম্যাচ বেশি খেলা চেলসির পয়েন্ট ৪৩।
Comments
Post a Comment
Thanks for you comment