- Get link
- X
- Other Apps
2016-12-06 20:11:08.0 BdST
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত হয়েছে আগেই; তবে গ্রুপ সেরা হতে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ফিরতি লেগে জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের। জার্মান ক্লাবটির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিকে তাই ফাইনাল হিসেবেই দেখছেন কোচ জিনেদিন জিদান।
গত শনিবার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাঠে হারতে বসা ম্যাচে শেষ মুহূর্তে গোল করে মূল্যবান ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা রিয়াল। ইউরোপ চ্যাম্পিয়নদের সামনে এবার ডর্টমুন্ড চ্যালেঞ্জ।
এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে কোচ জিদান বলেন, “এটা একটা ফাইনাল। গ্রুপ পর্বে এটা শেষ ম্যাচ আর আমরা ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলব। তাই আশা করি, আমরা ভালো পারফরম্যান্স করতে পারব।”
“আমাদের পুরো লক্ষ্য ম্যাচটিতে। গ্রুপ সেরা হয়ে শেষ করতে আমরা চেষ্টা করব।”
“আমাদের গত মৌসুমটা ভালো ছিল। … আশা করি শুরুতে একটা গোল পাব।”
ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে হতে যাওয়া লড়াইটি জিদানের অধীনে রিয়ালের ৫০তম ম্যাচ হবে। এ বছরের শুরুতে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্পেনের সফলতম ক্লাবটির হয়ে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে হেরেছেন এই ফরাসি কোচ।
বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচটি। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ডর্টমুন্ড। দুই দলের মধ্যে লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল।
Comments
Post a Comment
Thanks for you comment