মহান মুক্তিযুদ্ধে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি’র অবদান গুরুত্বপূর্ণ-রাশেদ খান মেনন

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬, ০৮:৩৫:০৭
মহান মুক্তিযুদ্ধে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি’র অবদান গুরুত্বপূর্ণ-রাশেদ খান মেনন
ডেস্ক রির্পোটঃ-মহান মুক্তিযুদ্ধে দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি’র অবদান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, আমাদের দেশকে ক্ষুদ্র ন-গোষ্ঠিরা তাদের ভাষা, সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্য দিয়ে সমৃদ্ধ করেছেন। আমরা সব নাগরিকের জন্য বাসযোগ্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। যেখানে পার্বত্যবাসীরাও অধিকার ও মর্যাদা নিয়ে এগিয়ে যাচ্ছে।
রবিবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখনে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানগণ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, আমাদের মনে রাখতে হবে, পাহাড়ের অধিবাসীদের অবহেলা ও বঞ্চনা করে এবং পেছনে ফেলে রেখে দেশ কখনো এগিয়ে যেতে পারে না। সকলকে সঙ্গে নিয়েই আমাদের পথ চলতে হবে। অন্তর্ভূক্তিমূলকা উন্নয়ন কৌশল নিয়ে পার্বত্য এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হবে। পার্বত্যবাসীদের সঙ্গে রাষ্ট্রের অর্থবহ সেতুবন্ধন গড়ে তুলতে হবে। আলাপ-আলোচনা ও পারস্পরিক আস্থা ও সমঝোতার মধ্যে দিয়ে নিশ্চিয় আমরা আগামী দিনে পার্বত্যবাসীদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।
বিমানমন্ত্রী আরো বলেন, আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন এখনও পুরণ হয়নি। এই স্বপ্ন পুরণে আমাদের সবাইকে কাঁধে কাধ রেখে এগিয়ে চলতে হবে।
mongsai79@gmail.com

Comments