বান্দরবানে আদিবাসী ছাত্রীকে গনধর্ষণের প্রতিবাদে বিএমএসসি বান্দরবান জেলা কমিটির বিক্ষোভ মিছিল

15726027_385072975175608_1647609101_o
গেল শুক্রবার রাতে বান্দরবান রাজপূণ্যাহ থেকে ফেরার পথে রোয়াংছড়ি বাস স্টেশনে প্রস্তাবিত শিশুপার্ক এলাকায় এক আদিবাসী ছাত্রীকে গনধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল (বিএমএসসি) বান্দরবান জেলা কমিটি।
সোমবার বেলা তিনটার দিকে বান্দরবানের আলাঙরং লাইব্রেরী থেকে মিছিলটি শুরু হয়। এসময় বিভিন্ন পাহাড়ি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সংহতি প্রকাশ করে।
15725827_385072758508963_845312171_o
বিক্ষোভ মিছিলে বিএমএসসি বান্দরবান জেলা কমিটির সভাপতি লুসাইমং মারমা বলেন, আইনের শাসনের দুর্বলতার কারণে দিনদিন এ ধরনের ঘটনা ঘটছে। কাজল বড়ুয়াদের মত অনেক ধর্ষক কিছুদিন জেলের ভিতরে থেকে আবার জামিনে এসে আবার এ ধরনের ঘটনা ঘটাচ্ছে।
তিনি বলেন, দেশের নারীর প্রতি সহিংসতার মাত্রা বাড়ছে। আইনের শাসন যদি সুনিশ্চিত না হয় তাহলে এ ধরনের ঘটনা ঘটতে থাকবে। তিনি এসময় পাহাড় এবং সমতলের নারীদের নিরাপত্তার দাবির পাশাপাশি এ ঘটনায় আরো তিনজন আসামীকে গ্রেফতার পূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
15725743_385072955175610_189997443_o
এদিকে বিক্ষোভ মিছিল চলার সময় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আশ্বাস দেয়া হয়। বিক্ষোভ মিছিলটি আলাঙরং লাইব্রেরী থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লাইব্রেরীতে গিয়ে শেষ হয়।

Comments