সাইনোজেন মোবাইল অপারেটিং সিস্টেম বন্ধ করে দিচ্ছে সাইনোজেন কর্তৃপক্ষ। ৩১ ডিসেম্বর থেকে এই ওএসের কার্যক্রম বন্ধ হবে বলে এক ব্লগ পোস্টে জানিয়েছে সাইনোজেন ইনকরপোরেশন।
ব্লগ পোস্টে বলা হয়েছে, সাইনোজেন বন্ধ হলেও ডেভেলপারদের জন্য ওপেন সোর্স বা উন্মুক্ত প্রকল্প ও সোর্স কোড মুক্ত থাকবে। এতে ব্যক্তিগত সাইনোজেনমড নির্মাতা কাজ চালিয়ে যেতে পারবেন।
সাইনোজেন অ্যান্ড্রয়েড ওএস ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় একটি কাস্টম ওএস। জনপ্রিয় ওয়ানপ্লাস ফোনে এই ওএস ব্যবহৃত হচ্ছে। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।
Comments
Post a Comment
Thanks for you comment