আইসিসির বর্ষসেরা টেস্ট দল

অনলাইন ডেস্ক
আইসিসির বর্ষসেরা দলে জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। ইংলিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুকের নেতৃত্বে বর্ষসেরা দলে রয়েছেন সবচেয়ে বেশি চারজন করে ক্রিকেটার রয়েছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে। ভারত, নিউজিল্যান্ড, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা থেকে রয়েছেন একজন করে ক্রিকেটার।

বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে। ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে এ বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনায় করে টেস্ট ও ওয়ানডে একাদশ ঘোষণা করা হয়।

দল নির্বাচন প্যানেলে ছিলেন কুমার সাঙ্গাকারা, রাহুল দ্রাবিড় ও গ্যারি কার্স্টেনের মতো ক্রিকেটাররা।  

২০০৪ সাল থেকে এই পুরস্কার চালুর পর থেকে এবার নিয়ে তিনবার বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক হলেন অ্যালিস্টার কুক। নয় বছরে আটবারই জায়গা ধরে রেখেছেন ডেল স্টেইন। জো রুট, ওয়ার্নার ও কেন উইলিয়ামসন তৃতীয়বারের মতো বর্ষসেরা টেস্ট দলে জায়গা পেলেন।

আইসিসির বর্ষসেরা টেস্ট দল:

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

অ্যালিস্টার কুক (ইংল্যান্ড/অধিনায়ক)

কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)

জো রুট (ইংল্যান্ড)

অ্যাডাম ভোজেস (অস্ট্রেলিয়া)

জনি বেয়ারস্টো (ইংল্যান্ড/উইকেটরক্ষক)

বেন স্টোকস (ইংল্যান্ড)

রবিচন্দ্রন অশ্বিন (ভারত)

রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)

মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)

দ্বাদশ ক্রিকেটার: স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)
- See more at: http://bangla.samakal.net/2016/12/22/257520#sthash.Hy93eHMh.dpuf

Comments