ফেসবুকে স্লাইডশো মুভি মেকার ফিচার
অ্যান্ড্রয়েড ফোনের জন্য স্লাইডশো মুভি মেকার নামে একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। ফিচারটি ব্যবহার করে একাধিক ছবি, ভিডিও ও মিউজিক যুক্ত করে স্লাইডশো তৈরি করা যাবে। পরে এই স্লাইড ফেসবুকে পোস্ট করে বন্ধুদের ট্যাগ করা যাবে।
এ বছরের জুন মাসে আইওএস প্ল্যাটফর্মে এই স্লাইডশো ফিচার উন্মুক্ত করে ফেসবুক। এবারে অ্যান্ড্রয়েড বিটা অ্যাপের জন্য স্লাইডশো ফিচারটি নিয়ে পরীক্ষা চালানোর কথা জানিয়েছে ফেসবুক। স্লাইডশো তৈরি করতে ফোনে কমপক্ষে তিনটি ছবি প্রয়োজন হবে। এ ছাড়া মিউজিক থিম থেকে তা পছন্দ করে নেওয়া যাবে। স্লাইডশোর শিরোনাম দেওয়া ও বন্ধুদের ট্যাগ করার সুবিধাও থাকবে। তথ্যসূত্র: এনডিটিভি।
Comments
Post a Comment
Thanks for you comment