- Get link
- X
- Other Apps
Published:
মাত্র চার ওভার বোলিং। এতেই নিজের বোলিং ভাণ্ডারের সব অস্ত্র ছুঁড়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ইংলিশ ব্যাটিং লাইন আপ নিমিষেই গেল গুঁড়িয়ে।
ইংল্যান্ডের হার মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ে ইনিংস হারও এড়াতে পারল না অ্যালেস্টার কুকের দল। মুম্বাই টেস্টে ইনিংস ও ৩৬ রানে জিতল ভারত। এক ম্যাচ বাকি রেখে নিশ্চিত করল সিরিজ জয়ও।
পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটি শেষে ভারত এগিয়ে ৩-০ ব্যবধানে। দেশের মাটিতে ও বাইরে টানা তিনটি সিরিজ ইংল্যান্ডের কাছে হারার পর অবশেষে জিততে পারল ভারত। সবশেষ জিতেছিল ২০০৮ সালে।
৬ উইকেটে ১৮২ রান নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। পঞ্চম দিন সকালে মাত্র ৮ ওভারেই হারায় তারা শেষ চার উইকেট। চারটিই নিয়েছেন অশ্বিন।
ইনিংসে তার শিকার ৫৫ রানে ৬টি। ম্যাচে ১৬৭ রানে ১২টি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের সেরা বোলিংয়ের রেকর্ড এটিই। আগের রেকর্ড ছিল এই ম্যাচের ধারাভাষ্যকক্ষে থাকা লক্ষণ শিবারামরাকৃষ্ণানের। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষেই ১৮১ রানে ১২ উইকেট নিয়েছেন সাবেক লেগ স্পিনার।
ভারতের শেষ বাধা হয়ে থাকা জনি বেয়ারস্টোকেই শেষ দিনে সবার আগে ফেরান অশ্বিন। দিনের দ্বিতীয় ওভারে প্রথম পাঁচ বলে বেয়ারস্টোকে ভোগানোর পর শেষ বলে এলবিডব্লিউ করেন দারুণ এক ক্যারম বলে। পরের ওভারে ক্লাসিক অফ স্পিনিং ডেলিভারিতে বোল্ড ক্রিস ওকস।
শেষ দুই উইকেটও দ্রুতই নিয়ে নেন অশ্বিন। শেষ দিনে ৪ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট! আগের দিন বিকেল থেকে ধরলে ৯.৩ ওভারের স্পেলে ১৫ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট।
অশ্বিনের এত কীর্তির ভিড়েও অবশ্য ২৩৫ রানের রেকর্ড গড়া ইনিংসে ম্যাচের সেরা বিরাট কোহলি।
প্রথম ইনিংসে ৪০০ করেও ইনিংস ব্যবধানে হারার মাত্র তৃতীয় ঘটনা এটি। আগের একবারও ছিল ইংল্যান্ড, একবার শ্রীলঙ্কা।
ভারত জিতল টানা পাঁচ সিরিজ। টানা ১৭ ম্যাচ অপরাজিত থেকে নিজেদের টেস্ট ইতিহাসে অপরাজেয় যাত্রার রেকর্ড স্পর্শ করলো বিরাট কোহলির দল। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান সংহত করল আরও।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪০০
ভারত ১ম ইনিংস: ৬৩১
ইংল্যান্ড ২য় ইনিংস: ৫৫.৩ ওভারে ১৯৫ (আগের দিন ১৮২/৬) (বেয়ারস্টো ৫১, বাটলার ৬*, ওকস ০, রশিদ ২, অ্যান্ডারসন ২; ভুবনেশ্বর ১/১১, উমেশ ০/১০, জাদেজা ২/৬৩, অশ্বিন ৬/৫৫, জয়ন্ত ১/৩৯)।
ফল: ভারত ইনিংস ও ৩৬ রানে জয়ী
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজের চার টেস্ট শেষে ভারত ৩-০ তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: বিরাট কোহলি
Comments
Post a Comment
Thanks for you comment