বাজারে নতুন ল্যাপটপ

..
চারটি মডেলে ধূসর ও রুপালি রঙে ২০১৬ সংস্করণের ম্যাকবুক প্রো বাজারে এনেছে কম্পিউটার সোর্স লিমিটেড। ১৩ দশমিক ৩ ও ১৫ দশমিক ৪ ইঞ্চি পর্দার এই ম্যাকবুকে প্রথমবারের মতো টাচবার ও টাচ আইডিসুবিধা যোগ করা হয়েছে। ব্যবহারকারী নিজের সুবিধামতো টাচবারটি সাজিয়ে নিতে পারবেন। হালকা-পাতলা গড়নের এই ম্যাকবুক প্রো ২০১৬ সহজে গরম হয় না। টাচবার ছাড়া ১৩ দশমিক ৩ ইঞ্চি পর্দার ম্যাকবুক প্রোর (কোর আই৫/২৫৬ গিগাবাইট এসএসডি) দাম ১ লাখ ৪৫ হাজার টাকা। টাচবারসহ ১৩ দশমিক ৩ ইঞ্চি পর্দার ম্যাকবুক প্রো (কোর আই৫/২৫৬ গিগাবাইট এসএসডি), ১৩ দশমিক ৩ ইঞ্চি পর্দার ম্যাকবুক প্রো (কোর আই৫/৫১২ গিগাবাইট এসএসডি) এবং ১৫ দশমিক ৪ ইঞ্চি পর্দার ম্যাকবুক প্রো (কোর আই৭/৫১২ গিগাবাইট এসএসডি/২ গিগাবাট রেডিয়ন গ্রাফিকস) ল্যাপটপের দাম যথাক্রমে ১ লাখ ৭০ হাজার, ১ লাখ ৯০ হাজার এবং ২ লাখ ৬০ হাজার টাকা।
বিজ্ঞপ্তি

Comments