২২ ডিসেম্বর, ২০১৬ ইং ১৪:১২ মিঃ
চট্টগ্রামের প্রাক্তন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় মিতুর বাবাকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টা থেকে নগরীর লালদিঘী পাড়ের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে মিতুর বাবা মোশাররফ হোসেনের সঙ্গে কথা বলেন মামলার তদন্ত কর্মকর্তা।
এর আগে ১৫ ডিসেম্বর মিতু হত্যা মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে যান বাবুল আক্তার।
গত ৫ জুন সকালে বন্দর নগরীর ওআর নিজাম রোডে সন্তানের সামনে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় মিতুকে। স্ত্রী হত্যার পর বাবুল বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন।
Comments
Post a Comment
Thanks for you comment