- Get link
- X
- Other Apps
Published: 2016-12-13 21:02:19.0 BdST Updated: 2016-12-13 21:02:19.0 BdST
ময়মনসিংহের হালুয়াঘাটে গ্রামবাসীর ‘হামলায়’ তিন বিজিবি সদস্য আহত হয়েছেন।
ময়মনসিংহ ২৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুল ইসলাম খান জানান, মঙ্গলবার উপজেলার গাজির ভিটা ইউনিয়নের সূর্যপুর ক্যাম্প সংলগ্ন ১১২৮ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হাবিলদার উজ্জ্বল মিয়া (২৭), সিপাহি রুইতি মারমা (২৯) ও রতন মিয়া (২৯)।
তাদের মধ্যে রতন ছাড়া অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া।
https://shorte.st/tools/referral-banners
ব্যাটালিয়নের অধিনায়ক হাফিজুল বলেন, ১১২৮ নম্বর পিলারের কাছ থেকে সীমান্তের ওপারে বিএসএফের দিকে ঢিল ছোড়ার অভিযোগ পেয়ে সেখান যায় চার বিজিবি সদস্য।
“পিলারের পাশে চার যুবককে বসে থাকতে দেখে ইট নিক্ষেপের কথা জানতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করে বিজিবি।
“এর মধ্যে হাফিজ নামে এক যুবক মসজিদের মাইকে ঘোষণা দেয়- বিজিবি সদস্যরা স্থানীয় হযরত আলীকে আটক করে মারধর করছে। এর পরপর গ্রামবাসী লাঠসোঁটা নিয়ে বিজিবির ওপর হামলা করে।”
বিজিবির হাতে আটক ওই যুবককেও গ্রামবাসী ছিনিয়ে নিয়ে গেছে জানিয়ে এই বিজিবি কর্মকর্তা বলেন, তারা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
Comments
Post a Comment
Thanks for you comment