২২ ডিসেম্বর, ২০১৬ ইং ১৪:২১ মিঃ
প্রাণনাশের হুমকি পেয়ে নিজ দেশ থেকে পালিয়েছেন 'অ্যাঞ্জেল' গানের জন্য অনলাইন সেনসেশনে পরিণত হওয়া পাকিস্তানি কণ্ঠশিল্পী তাহির শাহ। বুধবার এ কথা জানিয়েছেন ওই শিল্পীর এক এজেন্ট।
২০১৩ সালে 'আই টু আই' শিরোনামের একটি গান অনলাইনে ভাইরাল হয়ে পড়লে খ্যাতিমান হতে শুরু করেন তাহির শাহ। তার ওই খ্যাতিতে পূর্ণতা আসে চলতি বছর ভাইরাল হওয়া 'অ্যাঞ্জেল' শিরোনামের গানের সূত্রে।
তাহির শাহের এজেন্টের দাবি, মঙ্গলবার পাকিস্তানের করাচি থেকে পালিয়েছেন শিল্পী। প্রাণনাশের হুমকি পেয়েই পালিয়েছেন তিনি।
এক বিবৃতিতে ওই এজেন্ট জানান, 'সংগীতের মাধ্যমে ভালোবাসার কথা বলেন যিনি, সেই তাহির শাহ দেশ ছেড়ে পালিয়েছেন। বেশ কিছু দিন ধরেই তিনি জীবননাশের হুমকি পেয়ে আসছিলেন।'
ভারতীয় সংবাদ মাধ্যম ডেক্কান ক্রনিক্যালের খবরে দাবি, সম্প্রতি পাকিস্তানের প্রথম এক অনলাইন মুভিতে পারফর্ম করেন তাহির। ওই মুভিতে মানবজাতির উপকারে শিল্পকর্ম ব্যবহারের ধরন ও ধারণা পছন্দ হয়নি উগ্রবাদীদের। আর এ কারণেই হয়ত প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি।
Comments
Post a Comment
Thanks for you comment