তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটারের স্ক্রিনে রেকর্ড করে ভিডিও টিউটোরিয়াল তৈরির দারুণ একটি সফটওয়্যাল হলো ক্যামতাসিয়া।
ভিডিও রেকর্ড করার পরে অনেক সময় কথার শব্দ ভালো আসে না। আশেপাশা থাকা অনেক নয়েজ চলে আসে। যার ফলে ভিডিওর মান খারাপ হয়ে যায়। কথা ঠিকভাবে বুঝা যায় না। এই ঝামেলা এড়াতে ক্যামতাসিয়াতে রয়েছে অডিওতে নয়েজ দূর করার সুবিধা। কিভাবে কাজটি করতে হবে এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
প্রথমে সফটওয়্যারটি চালু করে যে অডিওটি থেকে নয়েজ দূর করতে হবে তা ক্লিপ বিনে নিতে হবে।
তারপর অডিওটি ভিডিও এডিটিংয়ের প্যানেল এনে তা নির্বাচন করে করে বাম পাশ থাকা উপরে থাকা ‘audio’ বাটনে ক্লিক করতে হবে।
তাহলে একটি সেটিংস মেনু চালু হবে। সেখান থেকে ‘Enable noise removal’ অপশনটিতে ক্লিক করতে হবে।
তারপর অডিওটি প্লে করলে কিছুটা নয়েজ কম শোনা যাবে। চাইলে ‘advanced’ সেটিংস গিয়ে ‘adjust sensitivity’ বাড়িয়ে কমিয়ে ব্যবহারকারীরা তাদের মত করে নয়েজ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন।এভাবে ক্যামতাসিয়া সফটওয়্যারের মাধ্যমে অডিও থেকে নয়েজ দূর করা যায়।
Comments
Post a Comment
Thanks for you comment