- Get link
- X
- Other Apps
শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ করে দেওয়া সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো সোমবার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএ
সংগঠনের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশ ও ৩০টি শ্রমিক সংগঠনের অুনরোধের প্রেক্ষিতে বিজিএমইএ সোমবার থেকে আবারও বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে গত সোমবার আশুলিয়ার ২৫টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। এরপর কয়েকজন মন্ত্রী শ্রমিকদের কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বিফল হন।
বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা আন্দোলন চালিয়ে গেলে মঙ্গলবার ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ।
এ ঘটনায় শ্রমিক বিক্ষোভে উস্কানি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে সাতটি মামলা হয়েছে, যাতে আসামি করা হয়েছে হাজারের বেশি শ্রমিককে। গ্রেপ্তার করা হয়েছে ১৯ শ্রমিক নেতা এবং এক সাংবাদিককে।
বিভিন্ন কারখানা থেকে শ্রমিকদের বরখাস্তও করা হচ্ছে। রোববারও ৯১ জন শ্রমিককে বরখাস্তের নোটিস কারখানার ফটকে টাঙিয়ে দিয়েছে হা-মীম গ্রুপ।
তাদের আগে উইন্ডি অ্যাপারেলস ও ফাউন্টেন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং লিমিটেড ২৫৬ জন শ্রমিককে চাকরিচ্যুত করে।
Comments
Post a Comment
Thanks for you comment