ব্ল্যাকবেরির ফোন তৈরি করবে টিসিএল

ব্ল্যাকবেরি ফোনব্ল্যাকবেরি ফোন
চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা টিসিএলের নামটি বেশ পরিচিত। কানাডার স্মার্টফোন নির্মাতা ব্ল্যাকবেরির ফোন তৈরি করতে যাচ্ছে চীনের এই প্রতিষ্ঠানটি। ব্ল্যাকবেরি সম্প্রতি স্মার্টফোনের হার্ডওয়্যার তৈরি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়। শুধু সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্ল্যাকবেরি ব্র্যান্ড লাইসেন্সের মাধ্যমে অন্য প্রতিষ্ঠানকে স্মার্টফোন তৈরির কাজ দিচ্ছে। সম্প্রতি ব্ল্যাকবেরি নতুন স্মার্টফোন তৈরিতে টিসিএলের সঙ্গে চুক্তি করেছে।
এই চুক্তির ফলে, এখন থেকে ব্ল্যাকবেরি ফোনের নকশা, উৎপাদন ও বিক্রি করবে টিসিএল। গ্রাহক সেবার দায়িত্বও থাকবে টিসিএলের। ব্ল্যাকবেরি দেবে সফটওয়্যার সেবা।
টিসিএলের প্রধান নির্বাহী নিকোলাস জিবেল বলেন, ‘ব্ল্যাকবেরি সফটওয়্যার প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বের মোবাইল বাজারে অবস্থান শক্তিশালী করতে পারবে টিসিএল।
টিসিএল ও ব্ল্যাকবেরির এই চুক্তিতে বাংলাদেশের বাজারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বৈশ্বিক পর্যায়ে ব্ল্যাকবেরি ফোনের উৎপাদন ও সরবরাহের বিষয়টি টিসিএল নিয়ন্ত্রণ করলেও ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভারতের বাজার তারা দেখবে না। অর্থাৎ, এই পাঁচটি বাজার ব্ল্যাকবেরির হাতে থাকবে। তথ্যসূত্র: টেক টাইমস।

Comments