চান্দগাঁওয়ে চালু আরো ২টি দৃষ্টিনন্দন শিক্ষা প্রতিষ্ঠান

 মোহাম্মদ আলী
তাঁরা যখন সতীর্থ ছিলেন দিল্লি ডেয়ারডেভিলসে। ছবি: বিসিসিআইনগরীর অন্যতম শিক্ষা জোন হিসেবে পরিচিত পুরাতন চান্দগাঁও থানা এলাকায় আরো দুইটি দৃষ্টিনন্দন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। সানোয়ারা ইসলাম ট্রাস্ট এ দুইটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে। আধুনিক ও যুগপযোগী এ শিক্ষা প্রতিষ্ঠানে চলতি বছরে ছাত্র ভর্তি শুরু হয়েছে। এর আগে একই এলাকায় তৈরি হয়েছে নুরুল ইসলাম বিএসসি পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ, সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। উদ্যোক্তা প্রতিষ্ঠান জানিয়েছে, বিশ্বের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলেসের নকশায় ‘মিনি ভার্সন’ হিসেবে চিটাগং কিন্ডারগার্টেন ও হাজেরা-তজু স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এ দুটি প্রতিষ্ঠানে জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে ২০১৭ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নগরীর চান্দগাঁও এলাকার নুরুজ্জামান নাজির বাড়ি সড়কের পাশে ডিজিটাল শিক্ষা উপকরণ দিয়ে প্রতিষ্ঠিত স্কুলটিতে রয়েছে কিছু অভিন্ন বৈশিষ্ট্য। নিজস্ব তিন তলা ভবন, শিক্ষার্থীদের জন্য সমৃদ্ধ লাইব্রেরি ও বিজ্ঞান গবেষণাগার এর মধ্যে অন্যতম। এছাড়া নিরাপত্তায় রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা ব্যবস্থা ও ইন্টারনেট সংযোগ বিশিষ্ট মাল্টিমিডিয়া ক্লাসরুম। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার জন্য রয়েছে প্রশস্ত খেলার মাঠ। প্রতিষ্ঠান দুইটির পরিচালনা পর্ষদের সভাপতি মজিবুর রহমান জানান, বর্তমান তথ্যপ্রযুক্তির সঙ্গে তাল রেখে সব কিছুর সমন্বয় করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান দুইটিতে। এরই মধ্যে বিষয়ভিত্তিক নিবন্ধনধারী অভিজ্ঞ শিক্ষক ও অধ্যাপক নিয়োগ করা হয়েছে। এ ছাড়া শিক্ষানীতি ও সৃজনশীল শিক্ষা পদ্ধতি অনুসরণ করে
সঠিক পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে নয়; পশ্চাদপদ এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করার উদ্দেশে বাবা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসরণ করে তিনিও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজে হাত দিয়েছেন।
মজিবুর রহমান বলেন, ‘বিশ্বের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলেসের নকশায় ‘মিনি ভার্সন’ হিসেবে চিটাগং কিন্ডারগার্টেন ও হাজেরা-তজু স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতেও থাকবে সেরা সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছোঁয়া। প্রতিটি ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মেধাবী ছাত্রকে বৃত্তি দেয়া হবে। শিশুদের মনোবিকাশের লক্ষ্যে তাদের মনের মতো করে বিদ্যালয়ের প্রতিটি কক্ষের রঙ করা হয়েছে। উন্নতমানের বসার বেঞ্চ থেকে শুরু করে সুপরিসর ক্লাসরুম, সবখানেই কোমলমতি শিশুদের স্বাচ্ছন্দ্যের সঙ্গে মিল রাখা হয়েছে। খেলাধুলার ফাঁকে ফাঁকে মনের আনন্দে পড়ার জন্য রয়েছে নানা ধরনের খেলনা আইটেমও। এছাড়া স্কুলের সামনের বিশাল মাঠের সঙ্গে পৃথকভাবে রয়েছে ফুলের বাগান ও কিডস গার্টেন।’
mongsai79@gmail.com

Comments