সঠিক পাঠদান কার্যক্রম পরিচালনা করা হবে। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে নয়; পশ্চাদপদ এলাকাকে শিক্ষার আলোয় আলোকিত করার উদ্দেশে বাবা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির অনুসরণ করে তিনিও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কাজে হাত দিয়েছেন।
মজিবুর রহমান বলেন, ‘বিশ্বের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলেসের নকশায় ‘মিনি ভার্সন’ হিসেবে চিটাগং কিন্ডারগার্টেন ও হাজেরা-তজু স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতেও থাকবে সেরা সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছোঁয়া। প্রতিটি ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মেধাবী ছাত্রকে বৃত্তি দেয়া হবে। শিশুদের মনোবিকাশের লক্ষ্যে তাদের মনের মতো করে বিদ্যালয়ের প্রতিটি কক্ষের রঙ করা হয়েছে। উন্নতমানের বসার বেঞ্চ থেকে শুরু করে সুপরিসর ক্লাসরুম, সবখানেই কোমলমতি শিশুদের স্বাচ্ছন্দ্যের সঙ্গে মিল রাখা হয়েছে। খেলাধুলার ফাঁকে ফাঁকে মনের আনন্দে পড়ার জন্য রয়েছে নানা ধরনের খেলনা আইটেমও। এছাড়া স্কুলের সামনের বিশাল মাঠের সঙ্গে পৃথকভাবে রয়েছে ফুলের বাগান ও কিডস গার্টেন।’
মজিবুর রহমান বলেন, ‘বিশ্বের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলেসের নকশায় ‘মিনি ভার্সন’ হিসেবে চিটাগং কিন্ডারগার্টেন ও হাজেরা-তজু স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। দুটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতেও থাকবে সেরা সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছোঁয়া। প্রতিটি ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মেধাবী ছাত্রকে বৃত্তি দেয়া হবে। শিশুদের মনোবিকাশের লক্ষ্যে তাদের মনের মতো করে বিদ্যালয়ের প্রতিটি কক্ষের রঙ করা হয়েছে। উন্নতমানের বসার বেঞ্চ থেকে শুরু করে সুপরিসর ক্লাসরুম, সবখানেই কোমলমতি শিশুদের স্বাচ্ছন্দ্যের সঙ্গে মিল রাখা হয়েছে। খেলাধুলার ফাঁকে ফাঁকে মনের আনন্দে পড়ার জন্য রয়েছে নানা ধরনের খেলনা আইটেমও। এছাড়া স্কুলের সামনের বিশাল মাঠের সঙ্গে পৃথকভাবে রয়েছে ফুলের বাগান ও কিডস গার্টেন।’
Comments
Post a Comment
Thanks for you comment